Home » ইনিংস পরাজয় এড়াতে পারেনি টাইগাররা

ইনিংস পরাজয় এড়াতে পারেনি টাইগাররা

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ইনিংস পরাজয় এড়াতে পারেনি টাইগাররা। সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দাপটে রানের পাহাড়ে চেপে থাকা বাংলাদেশ একটু মাথা তুলে দাঁড়িয়েছিলো। কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। ৫১ রান ও ইনিংস পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়লেন টাইগার বাহিনী।চতুর্থ দিনে প্রথম সেশনটা ভালভাবেই পার করে টাইগাররা। অভিষেক টেস্টেই সেঞ্চুরির দেখা পান সৌম্য সরকার। সেই সঙ্গে মাহমুদুল্লাহও।৪ উইকেটে ১৭৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৩৯ রানে অপরাজিত থাকা সৌম্য সরকার তুলে নেন টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। টেস্টে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। 
এই দুইজনের ব্যাটে ভর করেই ইনিংস পারাজয় এড়ানোর স্বপ্ন দেখে বাংলাদেশ। প্রথম সেশনে কোনো উইকেটের পতন ঘটেনি বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩১০ রান। কিন্তু শেষ রক্ষা হলো না। ইনিংস পরাজয়ে হার মানতে হলো টিম টাইগারকে।
এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *