Home » রাশিয়ায় স্থানান্তর হচ্ছে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির সদর দফতর

রাশিয়ায় স্থানান্তর হচ্ছে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির সদর দফতর

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র সদর দফতর পর্তুগালের রাজধানী লিসবন থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।শুক্রবার রাশিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মাদুরো’র এ সংক্রান্ত নির্দেশনার কথা নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

তিনি বলেন, রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় কারাকাস।ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের তেল উৎপাদন বাড়ানোর জন্য রুশ ফেডারেশনের কাছ থেকে সব রকম সহযোগিতা গ্রহণ করা হবে।রদ্রিগেজ বলেন, ভেনিজুয়েলার রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা রক্ষায় পিডিভিএসএ’র সদর দফতর লিসবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।তিনি বলেন, ব্রিটিশ ব্যাংকে সংরক্ষিত ভেনিজুয়েলার সম্পদ এখন ফেরত দিতে রাজি হচ্ছে না লন্ডন। কাজেই ইউরোপের কোনও দেশেই ভেনিজুয়েলার সম্পদ আর নিরাপদ নয়।উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিয়ে ‘ব্যাংক অব ইংল্যান্ড’ ভেনেজুয়েলার ১২০ কোটি ডলার মূল্যের স্বর্ণ বাজেয়াপ্ত করেছে।
সূত্র: পার্স টুডে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *