Home » শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা করা দরকার

শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা করা দরকার

বিশ্বের সব দেশেই নানা বয়সীর জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। কিন্তু এসব থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমি মনে করি আমাদের শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা করা দরকার। এখন আগের মতো আর খেলার মাঠ নেই। বেশ কয়েকজন শিশু একত্রিত হয়ে একসঙ্গে আনন্দ করবে সেই পরিবেশ নেই। তাই আমাদের শিশুদের জন্য বিশেষ কিছু করা জরুরি। কথাগুলো অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার। তিনি আরো বলেন,  দুরন্ত টিভি এই সময়ে শিশুদের নিয়ে কাজ করছে এটি একটি ভালো দিক।সম্প্রতি শিশুতোষ এই চ্যানেলের জন্য ‘মনের যাদুকর’ শিরোনামের একটি নাটকে কাজ করেছি। এটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। 

এদিকে এনটিভিতে প্রচার চলতি এই অভিনেত্রীর ‘মায়া মসনদ’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে বলে জানান তিনি। তার হাতে আরো আছে ‘নীড় খোজে গাঙচিল’ ও ‘মজনু একজন পাগল নহে’ শিরোনামের দুটি ধারাবাহিক। ছোট পর্দার এই অভিনেত্রী দেড় যুগের বেশি সময় ধরে টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। ১৯৯৯ সালের দিকে ‘কাজল কালো দিন’ শিরোনামের নাটকের মধ্য দিয়ে ছন্দার ক্যারিয়ার শুরু হয়। এই নাটকে তিনি জুটি বাঁধেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে। প্রথম নাটকেই দর্শক ও নির্মাতাদের নজরে আসেন তিনি। ক্যারিয়ারের সেই সময় ও এই সময়ের মধ্যে প্রার্থক্য কি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেই সময়ে একটি মাত্র চ্যানেল ছিল আমাদের। আর তা হচ্ছে বিটিভি। তখন শিল্পীদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হতো। এখন চ্যানেলের সংখা অনেক বেশি। শিল্পী-নির্মাতাদের সংখ্যাও বেড়েছে।

সবাই কাজ করতে চায়। তবে কাজের মানের দিকে অনেকের মনোযোগ নেই। যার কারণে নতুন প্রজন্মের শিল্পীরা এসেই অল্প কদিনে আবার হারিয়ে যাচ্ছে। টিভি নাটক নিয়ে বর্তমানে অভিযোগের শেষ নেই। কেউ বলছেন ভালো স্ক্রিপ্ট হচ্ছে না। কারো অভিযোগ বাজেট সংকট। এই সময়ে টিভি নাটক নিয়ে ছন্দার মন্তব্য কি? তার ভাষ্য, চলচ্চিত্র দেখার মজা হলো সিনেমা হলে। তেমনি নাটক দেখার স্বাধ মিটে টিভিতে। এছাড়া নাটক টিভির জন্যই নির্মাণ হয়। প্রযুক্তির কল্যাণে এখন ইউটিউবে এটি আসছে। তাই বলে টিভির আবেদন কখনো ফুরাবে না। এ ক্ষেত্রে টিভি চ্যানেল কর্তৃপক্ষের মনোযোগ দিতে হবে দর্শকের দিকে। দর্শক কি চায় সেটি বুঝতে হবে।

কেন দর্শক ভারতীয় চ্যানেল দেখছে এই বিষয়টি যদি তারা বুঝতে পারেন তাহলে দর্শকদের টিভিমুখী করা সম্ভব। এদিকে গেল বছর এ অভিনেত্রীর ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হয়। ‘অর্পিতা’ শিরোনামের একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় প্রথম উপস্থিতি ঘটান তিনি।  এটি নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। এই ছবিতে ছন্দা জুটি বেঁেধছেন জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে। তার হাতে আরো একটি চলচ্চিত্র আছে বলে জানান। নার্গিস আক্তারের ‘যৌবতি কন্যার মন’ শিরোনামের ছবিতে অভিনয় করছেন তিনি। সাহিত্যনির্ভর এই ছবিটি নিয়েও ছন্দা বেশ আশাবাদি। ভালো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *