পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে ওয়াগা সীমান্তে পৌঁছেছে পাকিস্তান কর্তৃপক্ষ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে লাহোর থেকে ওয়াগা সীমান্তে নিয়ে যাওয়া হয়। এর আগে সকালে ইসলামাবাদ থেকে অভিনন্দনকে লাহোর আনা হয়। খবর জি নিউজ, ডন উর্দু, এক্সপ্রেস নিউজ।খবরে বলা হয়, ওয়াগাহ-আতারি সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। ওয়াগা সীমান্তে ভারতীয় বিমানবাহিনী ও দূতাবাসের কর্মকর্তাগণ সকাল থেকেই অপেক্ষা করেছিলেন। দুপুরের পর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন দুই দেশের দায়িত্বশীলরা।
পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ডাক্তার মোহাম্মদ ফয়সালের উদ্ধৃতি দিয়ে এক্সপ্রেস নিউজ জানায়, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই অভিনন্দনকে ভারতীয় কর্তৃপক্ষের তাতে তুলে দেওয়া হবে।শুক্রবার সকালে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে যাবতীয় কুটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।এর আগে অভিনন্দনের জন্য একটি বিশেষ ফ্লাইট পাঠাতে চেয়েছিল ভারত। কিন্তু পাকিস্তানের তরফ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। পাকিস্তান বলছে- তারা সড়কপথেই অভিনন্দনকে ফেরত পাঠাবে।ইতিমধ্যে ভারতের সীমান্ত এলাকায় অভিনন্দনকে বরণ করে নিতে উৎসবের ফোয়ারা শুরু হয়ে গেছে। ভারতের তিন বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন এই আনন্দ উৎসবে।
অভিনন্দনকে ফেরত পেতে সকালেই ওয়াগাহ-আতারি সীমান্তে পৌঁছে গেছেন অভিনন্দনের বাবা-মা।দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আটক ভারতের পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এমন ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।পাইলটকে মুক্তির কারণ হিসেবে ইমরান খান বলেছেন, শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে মুক্তি দেয়া হচ্ছে। তবে তিনি এও হুশিয়ারি দেন যে, পাইলটের মুক্তির সিদ্ধান্তকে পাকিস্তানের দুর্বলতা ভাববেন না।যুগান্তর