পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রেজাউল মারা গেছেন। অগ্নিকাণ্ডের আট দিন পর শুক্রবার ভোরে না ফেরার দেশে চলে যান ২২ বছর বয়সী এই যুবক। তাকে নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০ জনে।শুক্রবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রেজাউলের শরীরের ৫১ শতাংশ পুড়ে গিয়েছিল।ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের কয়েকটি গাড়ি এবং খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের পর আগুন ছড়ায় ওয়াহেদ ম্যানসনে। আর সেখানে বিপুল দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে।
শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৬৭ জনের প্রাণহানির খবর জানানো হয় সরকারের পক্ষ থেকে। এছাড়াও দগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় নয়জনকে। তাদের মধ্যে আনোয়ার হোসেন ও সোহাগ নামে দুজন মারা যান গত সোমবার দিবাগত রাতে।দগ্ধ বাকি ছয়জনের মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন। দগ্ধ বাকি তিনজন এখনও বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন বলে জানান তিনি।
প্রতিনিধি