পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যে পাকিস্তানে আটক হওয়া ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আজ মুক্তি দিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাড়িয়ে এ ঘোষণা দেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও দেশটির টেলিভিশন জিও টিভিকে একথা জানান।ভারতীয় বিমানবাহিনীর এ পাইলটকে ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে দেশ দুটির চলমান যুদ্ধ-উত্তেজনা প্রশমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বুধবার ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর প্যারাশুটে করে পাকিস্তান অংশে অবতরণ করেন এর পাইলট উইং কমান্ডার অভিনন্দন। এরপর থেকেই তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে। ভারত প্রথমে এটি অস্বীকার করলেও পরে তাদের পাইলটকে নিরাপদে ফিরিয়ে দেয়ার আহ্বান জানায়।এর প্রেক্ষিতে পাকিস্তান জানায়, আটক অভিনন্দনকে ফিরিয়ে দিয়ে সমস্যার সমাধান করা গেলে সে পথে যেতে আপত্তি নেই। যদিও অভিনন্দনকে ফেরত পেতে কোনো ধরনের আপোস করবে না করবে না বলে জানায় ভারত। দেশটি নিঃশর্তেই তাদের পাইলটকে ফেরত চায়।
নামপ্রকাশ না করার শর্তে ভারতের এক কর্মকর্তা দেশটির গণমাধ্যম এনডিটিভিকে জানায়, তারা শিগগির অভিনন্দনকে ফেরত চান। পাকিস্তান হয়ত ভাবছে তারা আলোচনার জন্য একটি কার্ড পেল, কিন্তু তারা তা পায়নি। পাইলটকে ফিরিয়ে আনতে ভারত সবকিছু করবে বলেও জানান তিনি।গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা এলাকায় আত্মঘাতি জঙ্গি হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত হন। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এর পর থেকেই দুই দেশের মধ্যকার উত্তেজনা চরমে। ইতিমধ্যে পাল্টাপাল্টি বিমান হামলা হয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
প্রতিনিধি