কাশ্মীরের পুলওয়ামাতে হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা হামলায় দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। এর মধ্যে একটি বিমান কাশ্মীরে ভারত সীমান্তে পড়লেও অপরটি পড়ে পাকিস্তানের মধ্যে। ওই বিমানে থাকা পাইলটকে আটক করা হয়। পরে তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। খবর দ্য ডনের।সেই পাইলটকে আটকের পর পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যমটিতে বলা হয়, নিয়ন্ত্রণরেখার ৭ কিলোমিটার ভেতরে বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে যুদ্ধবিমানের লড়াই হয়। দুটি বিমানেই আগুন লেগে যায়। একটি নিয়ন্ত্রণরেখা ধরে এগিয়ে ভারত সীমান্তে গেলেও অন্যটি দ্রুত নিচে নামতে থাকে। বিমানটি পাকিস্তান সীমান্তে পড়ে যায়। এ সময় প্যারাস্যুট নিয়ে নেমে আসেন ভারতীয় পাইলট অভিনন্দন।
এরপর দ্রুত একটি পুকুরে ঝাঁপ দেন তিনি কিছু কাগজ গিলে ফেলার ও কিছু কাগজ পানিতে ভিজিয়ে নষ্ট করে ফেলার চেষ্টা চালান। এ সময় তাকে ধরতে স্থানীয় তরুণেরা ছুটে যান।কিন্তু অভিনন্দনের কাছে পিস্তল থাকায় তার কাছে কেউ যেতে পারেনি। তিনি তখন জায়গাটি ভারত না পাকিস্তান তা তরুণদের কাছে জানতে চান। একজন জানান, এটি ভারত। তখন ওই পাইলট ভারতীয় স্লোগান দেন। সাথে সাথে পাল্টা পাকিস্তান শ্লোগান দেন তরুণরা। তখন তিনি বুঝতে পারেন পরিস্থিতি। নিজেকে আহত বলে জানান এবং পানি চান।কিন্তু কয়েকজন তরুণ তার ওপর আক্রমণাত্মক হলে তিনি পিস্তল বের করেন। তখন তরুণেরা পাথর হাতে তুলে নেন।
অভিনন্দন দৌড়ে প্রায় আধা কিলোমিটার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে যে তরুণেরা তাড়া করছিলেন, তাদের দিকে পিস্তল তাক করে শূন্যে গুলি ছোড়েন অভিনন্দন। পরে তিনি পুকুরে ঝাঁপ দেন। তরুণেরা তাকে অস্ত্র ফেলে দিতে বলেন। কিন্তু তিনি তা করেননি। এ সময় এক তরুণ তার পায়ে আঘাত করেন।পরে অভিনন্দন তাকে মেরে না ফেলার আহ্বান জানান। কয়েক তরুণ তার দুই হাত ধরে ফেলেন। কয়েকজন তার ওপর চড়াও হন। কয়েকজন তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় পাকিস্তানের সেনারা চলে আসে এবং তাদের হেফাজতে নেয়। পরে তাকে সেনাবাহিনীর গাড়িতে তুলে ভিমবার এলাকায় সেনা স্থাপনায় নেওয়া হয়।