টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১০০ বল খেলে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ১২৬ রানে আউট হন তামিম। ১২৮ বলে এ রান করেন তিনি। তার এই ইনিংসে ২১টি চার ও ১টি ছক্কার মার রয়েছে।নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম এ টেস্ট ম্যাচটি বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হয়।এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ দল।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে পেসার এবাদত হোসেনের। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে সাদা পোশাকে কখনও জয় পায়নি বাংলাদেশ। এবার ভালো সম্ভাবনা থাকলেও ইনজুরির কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই। বিশেষ করে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অনুপস্থিতি টাইগারদের বেশ ভাবাচ্ছে।টেস্টে বাংলাদেশ নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। বিপরীতে হেরেছে দুটিতে। অন্যদিকে কিউইরা সমান তিন জয়ের বিপরীতে একটি হার ও একটিতে ড্র করেছে।
প্রতিনিধি