Home » ইসলামী গজল সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

ইসলামী গজল সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বুরাইয়া কামিল (এমএ) মাদরাসার সাবেক অধ্যক্ষ, পশ্চিম সিলেটের গৌরব, ওলীয়ে কামিল, মুফতিয়ে আযম, আল্লামা আব্দুল খালিক রাহিমাহুল্লাহ্’র ইসালে সাওয়াব উপলক্ষে হাজারো মানুষের উপস্থিতিতে ইসলামী গজল সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারী ২০১৯ মঙ্গলবার স্থানীয় রাজাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। উত্তর বিশ্বনাথের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘মরহুম মুফতি আবদুল খালিক রাহিমাহুল্লাহ ফাউন্ডেশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি শরীফ আহমদ রাজুর সভাপতিত্বে ও কবি শায়ীর খানদানীর উপস্থাপনায় এতে গজল পরিবেশন করেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবি মুজাহীদুল ইসলাম বুলবুল, জাতীয় সাংস্কৃতিক সংগঠন আইনুদ্দিন আল আজাদ রহ. কলরব ঢাকার সঙ্গীত পরিচালক ইসহাক আলমগীর, অনুরাগ সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক কবি আনোয়ার হোসাইন গুলজার, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র নির্বাহী পরিচালক আবদুল ওয়াদুদ ময়নুল, প্রত্যাশা শিল্পীগোষ্ঠি সিলেটের পরিচালক মাসুক আহমদ নাঈম, সবুজকুড়িঁ শিল্পীগোষ্ঠি সিলেটের সদস্য সাদিক আহমদ হাসান, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র সদস্য নজির আহমদ জুবায়ের, নাঈম আহমদ ও সবুজকুড়িঁ শিল্পীগোষ্ঠি সিলেটের সদস্য মুহাইমিনুল হক মাহী।

অনুষ্ঠানে মাদরাসা শিক্ষায় অবদান রাখায় সৎপুর কামিল (এমএ) মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হযরত আল্লামা শফিকুর রহমান, প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় তেলিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নছির উদ্দিন খান ও মফস্বল সাংবাদিকতায় তরুণ সংবাদকর্মী হিসেবে অবদান রাখায় বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সদস্য আব্বাস হোসেন ইমরানকে সম্মাননা প্রদান করে মুফতি আবদুল খালিক রহ. ফাউন্ডেশন। পুরো অনুষ্ঠানজুড়ে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওলানা হাফেজ জিয়াউল হক। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্ট লন্ডনের শিক্ষক ও গভর্ণর কবি এমএ বাসিত আশরাফ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *