জালালাবাদ থানা টুকেরবাজার তেমুখীস্থ সাহেবের গাঁওয়ে অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক রা. ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার নাম পরিবর্তন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারি মাদ্রাসার অফিস কক্ষে পরিচালনা কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রুয়ারি “জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. এর ভারপ্রাপ্ত মুহতামিম হাফিজ আশিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
মাদ্রাসা কমিটির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় শিক্ষকবৃন্দের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরিচালনা কমিটিতে এ বিষয়ে দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মাদ্রাসার পুরনো নাম পরিবর্তন করে “জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.” নতুন নাম সাব্যস্ত করা হয়।
এখন থেকে যাবতীয় তথ্য আদান-প্রদানে ছাত্র, শিক্ষক, ভক্ত, হিতাকাক্ষী সকলকে এই নাম ব্যবহার করার জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত উপস্থিত ছিলেন, হাফিজ আশিকুর রহমান (ভারপ্রাপ্ত মুহতামিম), হাফিজ জুনাইদ আহমদ (সেক্রেটারী), মাওলানা মিছবাহুজ্জামান, কাজী আহমদ শিবলী, এ্যাড. মুজিবুর রহমান, হাফিজ সদর উদ্দিন, ক্বারী নুরুল ইসলাম, আব্দুস সত্তার, মাস্টার আব্দুশ শুকুর, শাব্বির আহমদ, শায়েস্তা খান, হেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক