সিলেট :: সিলেট নগরীর ঐতিহ্যবাহী লাল বাজারে ৩’শ কেজি ওজনের একটি বাঘ মাছ উঠেছে। লালবাজারের ব্যবসায়ী মো. মখলিছ মিয়া সোমবার ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পার থেকে জেলেদের কাছ থেকে এই মাছটি কিনে আনেন।
মো. মখলিছ মিয়া জানান, লালবাজারে মাছটি আনার পর ১লাখ ৬০ হাজার টাকা দাম হয়েছে। তিনি বিক্রি করেননি। তিনি মাছের দাম ৬ লাখ টাকা দাবি করছেন। তিনি জানান ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে সোমবার বিকেল ৪টার দিকে জেলেদের জালে ধরা পড়ে এই মাছটি। খবর পেয়ে তিনি মাছটি কিনে লালবাজারে নিয়ে আসেন। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু জানান, সকল ক্রেতাদের সুবিধার্থে মাছটি মঙ্গলবার সকাল ১১টায় কেটে কেজি হিসেবে বিক্রি করা হবে। প্রতি কেজি বাঘ মাছের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫’শ টাকা করে। এদিকে বাঘ মাছটি দেখতে লালবাজারে অনেক ক্রেতাসাধারণ ভিড় জমান।
নির্বাহী সম্পাদক