মোহেছিনা ঝর্ণার গল্প ‘বহে সমান্তরাল’ নির্মিত সিনেমা শাটল ট্রেন বড় পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়তের অন্যতম প্রধান বাহন ট্রেন। যা সবাই শাটল ট্রেন নামেই চেনে। হাসি কান্না, আড্ডা, পড়াশোনা, প্রেম-বিচ্ছেদ, রাজনীতি সবই হয় এখানে। চবি শিক্ষার্থীরা এই শাটল ট্রেনকে ঘিরে অনেক স্বপ্ন সাজায়।
এই শাটল নিয়ে অনেক গান, কবিতা, টেলিফিল্ম, নাটক তৈরি হলেও এতোদিনে তৈরি হয়নি সিনেমা, অবশেষে তাও করলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী প্রদীপ ঘোষ।
ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহেছিনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প থেকে। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে শিক্ষার্থীদের গণঅর্থায়নে। এতে যারা অভিনয় করছেন তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি কেউ জানান পরিচালক। তিনি আরও জানান, ‘চলচ্চিত্রটির নাম শাটল ট্রেন হলেও এতে শুধু শাটল ট্রেনের গল্পই থাকবে না, বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও রূপ বৈচিত্র উঠে আসবে এই চলচ্চিত্রে।’ চলচ্চিত্রটি মুক্তির পর ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে চলবে এর প্রদর্শনি।