সিলেট নগরীর শিবগঞ্জ খরাদি পাড়া এলাকায় এক শ্রমিক খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে খরাদিপাড়া বৈশাখি ১০৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।নিহত শ্রমিক মেজবাউল হক (৫৫) সুনামগঞ্জের ছাতক উপজেলাল সৈদেরগাওয়ের মৃত মুস্তাক হোসেনের ছেলে। মেজবাউল খরাদি পাড়ার একটি তুলার ফ্যাক্টরিতে কাজ করতেন।এলকাবাসী সু্ত্রে জানা যায়- বুধবার রাত সাড়ে ১১টার দিকে বৈশাখি ১০৬ নম্বর বাসায় কে বা কারা মেজবাউলকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ওসমানী হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন মরদেহের সাথে পরিবারের কোন লোকজন পাওয়া যায়নি। তাই মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এছাড়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ওসি আক্তার হোসেন বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
প্রতিনিধি