Home » সিলেটে ছোরাসহ ভুয়া দুই সাংবাদিক আটক

সিলেটে ছোরাসহ ভুয়া দুই সাংবাদিক আটক

নগরীর আম্বরখানায় পুলিশ ফাঁড়িতে সাংবাদিক পরিচয়দানকারী দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত দুজন ‘মাতৃজগত’ পত্রিকার প্রেস লগো মোটরসাইকেলে সামনে লাগিয়ে দিব্যি ঘুরাফেরা করছিল।আটক ঐ দুই ভূয়া সাংবাদিক হচ্ছেন-  বাদামবাগিচা এলাকার মৃত ফারুক মিয়ার পুত্র ইমন ও আমীর আলীর পুত্র ইমরান আহমদ।

ভূয়া দুই সাংবাদিক আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাতেন জানান, মোটরসাইকেলে প্রেস লাগানো দেখে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের সাংবাদিক হিসেবে দাবী করলেও সাংবাদিকতার কোন প্রমাণ দেখাতে পারে নি। তিনি আরো জানান, তারা মোটর সাইকেলেরও কাগজপত্র কিংবা সাংবাদিকতার প্রমাণ দেখাতে না পারায় তাদের আটক করে প্রথমে আম্বরখানা ফাঁড়ীতে এবং পরে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *