আজ এ অভিনেত্রীর জন্মদিন। জনপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। দিনটিতে তার শুভাকাঙ্খীরা ফোন ও এসএমএস করে শুভেচ্ছা জানাচ্ছেন। তার ভক্তরাও তাকে ফোন করে সরাসরি শুভেচ্ছা জানানোর সুযোগ পাবেন। জন্মদিনে দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার এ সুযোগ করে দিয়েছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। আজ রাত ৮টায় রবি স্টার জোন সার্ভিসে থাকছেন তিশা। এ সময় তিশার সঙ্গে আড্ডা দিতে ২২২৮৮ নম্বরে কল করতে হবে।
যে কোনো নম্বর থেকে কল করে এই অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে বলে জানিয়েছেন তিশা। এক ভিডিও বার্তায় তিশা বলেন, আমি থাকব আপনাদের অপেক্ষায়। রবি স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। গত শুক্রবার তিশা অভিনীত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি মুক্তি পেয়েছে। তৌকীর আহমেদ পরিচালিত এই ছবিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, বলিউড অভিনেতা যশপাল শর্মাসহ অনেক।
প্রতিনিধি