Home » অবসরের আগে লারাকে টপকে যাওয়াই গেলের লক্ষ্য

অবসরের আগে লারাকে টপকে যাওয়াই গেলের লক্ষ্য

২০১৯ বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেল। আসন্ন ২০১৯ বিশ্বকাপই যে গেলের শেষ ওয়ানডে সিরিজ হতে চলেছে, সেই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

মারমুখী মেজাজের জন্য পরিচিত এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান এখনো অবধি ২৯৫ ওয়ানডে ম্যাচে মোট ৯৭২৭ রান করেছেন। যদিও ২০১৮ সালের জুলাইয়ের পর থেকে আর কোনও একদিনের আন্তর্জাতিকে খেলেননি তিনি। অর্থাৎ, ২০ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা ওয়ানডে সিরিজেই কামব্যাক হতে চলেছে ক্যারিবিয়ান তারকার।

বিশ্বকাপ ও তার আগের এই সিরিজের দিকে তাকিয়ে আছেন গেলও। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে পৌঁছনোই এখন লক্ষ্য তাঁর। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুপারস্টার ব্রায়ান লারাকে টপকে যেতে আর মাত্র ৬৭৭ রান প্রয়োজন গেলের। নিজের পরিচিত ছন্দে থাকলে বিশ্বকাপের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারেন তিনি। দীর্ঘদিন পর ৫০ ওভারের ফরম্যাটে ফিরলেও মানিয়ে নিতে অসুবিধা হবে না বলেই জানিয়েছেন ‘ইউনিভার্সাল বস’।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *