তুচ্ছ ঘটনার জের ধরে রংপুরের পীরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার দুর্বাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ভাতিজা রিপনের (২৯) একটি গরু চাচা রশিদ মিয়ার ধানের ক্ষেতে গেলে এই নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় চাচা-ভাতিজার। ঝগড়ার এক পর্যন্ত রশিদ ও তার অপর ভাই বাদশা মিলে ভাতিজা রিপনকে বেধম মারপিট করে। এতে গুরুতর আহত হয় রিপন।
তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানান,ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সরেণ চন্দ্র।