মিয়ারবাজার হাইওয়ে পুলিশের এসআই মঞ্জুরুল আলম জানান, উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের গাংরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ট্রাকে রাখা ইস্পাতের পিলার পেছন থেকে আসা একটি বাসের ভেতরে ঢুকে পাঁচজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের আনোয়ার, খুলনার দিঘলিয়া উপজেলার চন্দ্রের মহলের হাসি খোদেজা ও আসলাম মোল্লা, একই এলাকার সোনাহাটি গ্রামের সালাম মিয়া এবং খালিশপুর উপজেলার কাশিপুর গ্রামের চায়না।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই মঞ্জুরুল বলেন, বাসটি খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছরির মাইজভাণ্ডার দরবার শরিফে যাচ্ছিল। গাংরা এলাকার দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা খায় বাসটি।
“ওই ট্রাকে রাখা ইস্পাতের পিলার পেছন দিকে অনেকটা বেরিয়ে ছিল। বাসের একটি পাশ ভেঙেচুড়ে সেগুলো ভেতরে ঢুকে যায়।”
ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বলে জানান মঞ্জুরুল।
প্রতিনিধি