Home » শ্রমিককে গুলি করে হত্যা

শ্রমিককে গুলি করে হত্যা

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় রাসেল খান (২৭) নামে এক পোশাক শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে জামগড়া ভূইয়া পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত রাসেল খান আশুলিয়ার শিমুলতলা এলাকার মান্তা অ্যাপারেলস নামক পোশাক কারখানার শ্রমিক। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রামের ফজলুল খানের ছেলে।

ঘটনার সময় রাসেলের সঙ্গে থাকা তার বন্ধু আলামিন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আমি বাসার নিচে মশার কয়েল কিনতে যাই। এসময় হঠাৎ তিনজন ব্যক্তি এসে পিস্তল বের করে আমার কাছে থাকা মোবাইল ফোন ও ৪৫০ টাকা নিয়ে যায়। এ কারণে শুক্রবার রাতে রাসেল, হুমায়ুন কবির, মনির, সাইফুল ইসলামসহ আমরা নয় বন্ধু মিলে সেই ছিনতাইকারীদের দেখার জন্য আবার সেখানে বসে থাকি। পড়ে দুই ব্যক্তি আমাদের দেখে দূর থেকেই গুলি চালায়। এসময় আমরা সবাই দৌড়ে পালালেও রাসেলের গায়ে গুলি লাগলে সে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বাবা ফজলু খান জানান, রাত ১টার দিকে কে বা কারা তার মোবাইল ফোনে ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বাংলানিউজকে বলেন, গত দুই-তিন দিন আগে শিমুলতলা এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর জেরে গভীর রাতে শিমুলতলা এলাকায় রাসেল ও তার কয়েক বন্ধু ওই ছিনতাইকারীদের ধরতে গেলে দুর্বৃত্তদের ছোড়া গুলি রাসেলের গায়ে বিদ্ধ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের কারণেই এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত করে ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *