Home » খরচ বাচাতে আফগানিস্তান থেকে ১ হাজার সেনা কমাবে যুক্তরাষ্ট্র

খরচ বাচাতে আফগানিস্তান থেকে ১ হাজার সেনা কমাবে যুক্তরাষ্ট্র

শান্তি আলোচনাকে কেন্দ্র করে সেনাপ্রত্যাহারের আগেই দক্ষতা পরীক্ষার অংশ হিসেবে আফগানিস্তানে বর্তমানে যে সংখ্যক সেনা রয়েছে, তা কমিয়ে আনার কথা ভাবছে মার্কিন সেনাবাহিনী।

অর্থনৈতিক খরচ বাচাতে আফগানিস্তান থেকে দেশটি সম্ভবত হাজারখানেক সেনা কমিয়ে আনতে পারে। এক মার্কিন জেনারেলের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।

চলতি মাসে কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তালেবান বিদ্রোহীদের সঙ্গে আলোচনাকে এগিয়ে নিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনাসংখ্যা কমিয়ে আনার কথা ভাবছেন তিনি।

ট্রাম্প বলেন, একটি মহান রাষ্ট্র কখনোই অনন্ত যুদ্ধে লিপ্ত থাকতে পারে না।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেন, আফগানিস্তানে চৌদ্দ হাজার মার্কিন সেনা থেকে কিছু কমিয়ে আনার সিদ্ধান্ত শান্তি চেষ্টার সঙ্গে সম্পৃক্ত না। বরং জেনারেল স্কট মিলারের উদ্যোগের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে ১৭ বছরের দীর্ঘ আফগান যুদ্ধের দায়িত্বভার নিয়েছেন স্কট মিলার। মার্কিন সম্পদকে তিনি ভালোভাবে ব্যবহার করতে চান।

ওমান সফরের সময়ে এক সাক্ষাতকালে ভোটেল বলেন, আফগানিস্তানে নিজের দায়িত্বগ্রহণের পরেই মিলার এ উদ্যোগ নিয়েছেন। যখন আমরা সরেজমিনে থাকবো, তখন কীভাবে আমরা আরও দক্ষ ও ফলপ্রসূ হতে পারি, তা বিবেচনা করে দেখছেন তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *