টঙ্গীর তুরাগ নদীর তীরে চারদিনব্যাপী বিশ্ব ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে গত তিনদিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে।
বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের তত্ত্বাবধায়ক আদম আলী জানান, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ফেনীর সফিকুর রহমান (৫৫) এবং বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার সিরাজুল ইসলাম (৬৫) নিজ নিজ তাঁবুতে মারা গেছেন।
ইজতেজায় নিযুক্ত চিকিৎসক জানান, তারা দুইজনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং বুধবার দিবাগত রাত ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বর (৪০) একই রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ইজতেমা ময়দানে শুক্রবার দুপুরে রান্নার কাজ করার সময় গরম পানি পড়ে দুই মুসল্লি আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রতিনিধি