সেন্ট মার্টিন দ্বীপের কিছু অংশ মিয়ানমার ইচ্ছাকৃতভাবে নিজেদের দাবি করার পাঁয়তারা করছে বেশ কিছু দিন ধরেই। মিয়ানমার আবারও দ্বীপটিকে নিজেদের বলে দাবি করেছে । এবার দেশটির একাধিক ওয়েবসাইটে সংযুক্ত মানচিত্রে বাংলাদেশের সেন্টমার্টিনকে নিজেদের বলে দেখানো হয়েছে। এ কারণে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সম্পর্কে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহিদুল হক গণমাধ্যমকে বলেন, মানচিত্রে সেন্টমার্টিনকে মিয়ানমারের অন্তর্গত দেখানো হয়েছে। আমরা রাষ্ট্রদূতকে ডেকেছি, তার কাছে এ সংক্রান্ত ব্যাখ্যা চাওয়া হবে। দেখি তিনি কী বলেন।
শহিদুল বলেন, গত বছর মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটে সেন্টমার্টিনকে তাদের মানচিত্রে দেখানো হয়। সে সময় রাষ্ট্রদূতকে ডেকে জোর প্রতিবাদ জানানো হলে তারা সেটি সরিয়ে ফেলে। তারা তখন বলে, একটি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে দেশটির ম্যাপ করানো হয়। প্রতিষ্ঠানটি ম্যাপ তৈরিতে ভুলের কারণেই এমনটি হয়।
বার্তা বিভাগ প্রধান