লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের পাশে এনজিও বুরো বাংলাদেশের একটি সাইনবোর্ডের খুঁটি যেন মরণ ফাঁদে পরিনিত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাকা রাস্তার পাশেই সাইনবোর্ডের খুঁটি। দু’দিক থেকে আসা যানবাহন একটি আরেকটিকে পাশ কাটাতে বা অতিক্রম করতে গিয়ে খুঁটি কারনে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার এক হাত পাশেই সাইনবোর্ডের খুঁটি। এই খুঁটি কারনে অনেক পথচারী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।
ওই স্থানে মহাসড়কটি সরু হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী । পায়ে হেটে বা গাড়ি সাইড দিতে গিয়ে বিপাকে পড়ছে সাধারন মানুষ। তাই সড়কটি থেকে দ্রুত সাইনবোর্ডের খুঁটি সরানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা।
ওই এলাকার একজন মুদি ব্যবসায়ী জানান, এই খুঁটি কারনে রাতে অনেকে আহত হয়েছেন। সাইনবোর্ডের খুঁটি দ্রুত সরালে চলাচলের সুবিধা হবে সাধান মানুষের।
নির্বাহী সম্পাদক