Home » ভালোবাসার উৎসবে ‘রাত্রির যাত্রী’ হচ্ছেন মৌসুমী-অপূর্ব

ভালোবাসার উৎসবে ‘রাত্রির যাত্রী’ হচ্ছেন মৌসুমী-অপূর্ব

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসাভাসির দিন এটি। দিনটি পৃথিবীর সব প্রেমিক-প্রেমিকাদের বেশ আকাঙিক্ষত ও আনন্দের।দিনটি ঘিরে প্রতিটি কাপলের একটি বিশেষ পরিকল্পনা থাকে।

এবারের ভালোবাসার উৎসবে ‘রাত্রির যাত্রী’ হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক আনিসুর রহমান মিলন। কি বুঝলেন না? খুলে বলা যাক।

এবারের ভালোবাসা দিবসে দর্শকদের আনন্দ দ্বিগুন করতে ইমপ্রেস টেলিফিল্ম মুক্তি দিতে যাচ্ছে সিনেমা ‘রাত্রির যাত্রী’। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এতে অভিনয় করেছেন মৌসুমী ও আনিসুর রহমান মিলন।

সিনেমাটিতে মৌসুমীকে নতুন রূপে দেখতে পাবেন দর্শকরা। ‘রাত্রির যাত্রী’ চলমান গৎবাঁধা চলচ্চিত্রের ভিড়ে দর্শকদের একটি নতুন স্বাদ দেবে এমন আশা নির্মাতাদের।

ছবিটির মূল কাহিনী অসম প্রেম বিচ্ছেদের শিকার এক নারীর শহর ভ্রমণের তিক্ত এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে। এখানে গল্পে মূল চরিত্র মৌসুমীকে দেখা যাবে ময়নার ভূমিকায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *