Home » বঙ্গভবনে ‘ফাগুন হাওয়ায়’

বঙ্গভবনে ‘ফাগুন হাওয়ায়’

সপ্তাহখানেক আগে জানা গিয়েছিল, ঢাকার একটি প্রেক্ষাগৃহে ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি দেখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার দুপুরে ছবির পরিচালক তৌকীর আহমেদ জানান, প্রেক্ষাগৃহে নয়, বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি দেখবেন রাষ্ট্রপতি। এটিকে রাষ্ট্রপতির সম্মানে ‘বিশেষ প্রদর্শনী’ বলছেন তিনি।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। সম্প্রতি বঙ্গভবনে গিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ রাষ্ট্রপতিকে ছবিটি দেখার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতিও সানন্দে ছবিটি দেখার আমন্ত্রণ গ্রহণ করেন।

নিজের পরিচালনায় নির্মিত সিনেমা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেখার ব্যাপারটিতে ভীষণ আনন্দিত তৌকীর আহমেদ। তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘একজন নির্মাতা হিসেবে এটা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের ও অনুপ্রেরণার। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা যখন সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন, তা নির্মাতার উৎসাহ অনেকখানি বাড়িয়ে দেয়। আমরা সবাই মিলে একটি ভালো মানের সিনেমা বানানোর চেষ্টা করেছি।’

শুরুর দিকে জানা গিয়েছিল, ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে। পরে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান মিলে সিদ্ধান্ত বদল করা হয়। ছবিটি মুক্তি পাবে ১৫ ফেব্রুয়ারি। দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা।


‘ফাগুন হাওয়ায়’ ছবিটি দেখার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আমন্ত্রণ জানানোর বিষয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ছবিটি তৈরি হয়েছে। আমরা চেয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরা যেন ছবিটি দেখেন। তাই রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি সানন্দে আমাদের আমন্ত্রণ গ্রহণও করেছেন। বঙ্গভবনে ছবির কলাকুশলী ছাড়া রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখবেন। শুধু তা-ই নয়, আমরা চাই মন্ত্রিপরিষদ এবং জাতীয় সংসদের সদস্যরাও যেন প্রেক্ষাগৃহে পরিবার নিয়ে ছবিটি দেখতে যান।’

‘ফাগুন হাওয়ায়’ ছবির ট্রেলার প্রকাশিত হয় ২০ জানুয়ারি। চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে প্রকাশিত হয় ছবির নতুন গান। গানটির শিরোনাম ‘আমি বারবার হাজারবার’। তাতে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ ও সুকন্যা।

‘ফাগুন হাওয়ায়’ ছবিতে এক মফস্বল শহরে ভাষা আন্দোলনের সময় মানুষের ভাবনা, আন্দোলন আর চেতনাকে রূপক অর্থে তুলে ধরেছেন তৌকীর আহমেদ। তাঁর মতে, ‘অভিনয়শিল্পীদের চমৎকার অভিনয় আর সুনির্মাণের যে চেষ্টা, তাতে ছবিটি দর্শকদের ভালো লাগবে। এই ছবির একটি আর্কাইভাল মূল্যও আছে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *