Home » যশোর বোর্ডে এসএসসির বাতিল পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

যশোর বোর্ডে এসএসসির বাতিল পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

প্রশ্নপত্রের মুদ্রণে ভুল থাকায় যশোর শিক্ষা বোর্ডে এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে আজ মঙ্গলবারের বাতিল পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল বুধবারের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা আগামী ২ মার্চ বেলা দুইটায় সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মাদ আবদুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আইসিটি বিষয়ের বহুনির্বাচনী অভীক্ষার প্রশ্নপত্রের ঘ সেটের প্রশ্ন ভুল হয়েছে। এ সেটের প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ের ১২টি প্রশ্ন ছাপানো হয়েছে আর অপর পৃষ্ঠার ১৩টি প্রশ্ন এসেছে আগামীকালের (বুধবার) ক্যারিয়ার শিক্ষা বিষয় থেকে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে যশোর শিক্ষা বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।’

এর আগে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আইসিটি বিষয়ের বহুনির্বাচনী অভীক্ষার প্রশ্নপত্রের ঘ সেটের প্রশ্ন ভুল হয়েছে। এ সেটের প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ের ১২টি প্রশ্ন ছাপানো হয়েছে আর অপর পৃষ্ঠার ১৩টি প্রশ্ন এসেছে আগামীকালের (বুধবার) ক্যারিয়ার শিক্ষা বিষয় থেকে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে যশোর শিক্ষা বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *