এক জীবন, এক জীবন টু’সহ বেশ কয়েকটি গানের সফল যুগলশিল্পী শহীদ ও কলকাতার শুভমিতা ব্যানার্জী। এবারের ভালোবাসা দিবসে তাদের নতুন উপহার ‘পত্র মিতা’। গানটির কথা ও সুর লুৎফর রহমান সঙ্গীতায়োজনে আমজাদ হোসেন ও ভিডিও পরিচালনা করেছেন তানজীম মিশু।
গানটির ব্যাপারে শহীদ বলেন, ‘শুভমিতা দিদির সাথে গাওয়া প্রত্যেকটি গান দর্শক-শ্রোতা খুব দারুনভাবে গ্রহণ করেছে। এবার সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি গান আশা করি ভালো লাগবে।’ মিউজিক্যাল ফিল্মটির ব্যাপারে অন্তু করিম বলেন, ‘ভিডিওতে ৯০ দশকের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
কেমন ছিলো তখনকার ভালোবাসার গল্পগুলো, সোশ্যাল মিডিয়া ছাড়া কিভাবে জন্ম নিতো নতুন একটি সম্পর্ক, কেমনই বা ছিল ভ্যালেন্টাইন্স ডে বিহীন ভালোবাসার দিবসগুলো। বেশ কিছু চিত্র এই ভিডিওতে থাকছে যা নতুন প্রজন্মের কাছে একেবারে অজানা। সেগুলো সম্পর্কে তাদের একটু ধারণা দেওয়া ও মিষ্টি প্রেমের একটি সাধারণ গল্প দেখানোর জন্যই আমাদের এই প্রয়াস।’