সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহি সিলাম পদ্মলোচন বহুমূখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত। গতকাল সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সিলাম পিএল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার সত্য ব্রত রায় ও স্কুলের অভিভাবক সদস্য এবং শিক্ষকদের উপস্থিতিতে সভাপতির নাম ঘোষণা করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তার ঘোষণানুযায়ি সোমবার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সিলাম পিএল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষক সদস্য, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য, সাধারণ অভিভাবক সদস্য পদ সংখ্যার অতিরিক্ত প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সাধারণ শিক্ষক সদস্য মো. আক্তার হোসেন, কাজী লুৎফুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোছা. জৈবুন্নাহার বেগম। আর সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হন, ইছবর আলী, মো. ফখরুল ইসলাম, আব্দুল মুকিত, মো. মুজিবুর রহমান। গতকাল সোমবার (১১ ফেব্র“:) সকল সাধারণ সদস্য ও শিক্ষক সদস্যদের সর্বসম্মতিক্রমে দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ৫ নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত’র নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলাম পিএল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ যুবেরি ছাদ, সাবেক মেম্বার শফিকুল হক শফিক, সিলাম ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আব্দুল আলী, যুবলীগ নেতা জাল্লা আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা শাহাজাহান আহমদ, ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম হামজা, ইমন, ডালিম সহ প্রমূখ।-বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক