কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ ৪নং সাতবাক ইউপি শাখার বার্ষিক সম্মেলন সোমবার দুপুর ২টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
পরিষদ সংগঠনিক সম্পাদক জাবেদুল হক হোমায়েদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আদিল চৌধুরীর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদ সেক্রেটারি আহমদ মাসুম। সম্মেলনে সুলতান আহমদকে সভাপতি ও জাহাঙ্গীর আলম সুমনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ ৪নং সাতবাক ইউপি শাখা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানু রশিদ রিপন, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ জুয়েল, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক ফয়সল আহমদ, প্রকাশনা সম্পাদক নেওয়ার হোসেন, অফিস সম্পাদক ইমরান হোসেন সেবুল, ছাত্র ও শিক্ষা শিহাব আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মামুন রশিদ, ক্রীড়া সম্পাদক মস্তাক আহমদ বুলবুল, আন্ত:উপজেলা সাংগঠনিক সমন্বয়ক রাহিন আহমদ ইমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী সাতবাক ইউপি আওয়ামীলীগ সভাপতি মোকদ্দস আলী, পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলু প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক