এবার মিয়ানমারে ড্রোন উড়ানোর অভিযোগে ফরাসী এক পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার স্থানীয় পুলিশ ও মিয়ানমারে ফরাসি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আর্থার দেসক্লু (২৭) নামে ওই পর্যটকের বিরুদ্ধে অভিযোগ দেশটির রাজধানী নেপিডোতে পার্লামেন্ট ভবনের ওপরে ড্রোন ওড়ানোর চেষ্টা করেছিলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ৭ ফেব্রুয়ারি বিকালে পার্লামেন্ট ভবনের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে তার মুক্তির বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে।
এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তির তিন বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
এর আগে একই ধরনের অভিযোগে ২০১৭ সালে তিন পর্যটক ও তাদের গাড়িচালককে কারাদণ্ড দিয়েছিল মিয়ানমারের আদালত।
ওই বছরেই সিঙ্গাপুরের সাংবাদিক লাও হন মেং ও মালয়েশিয়ার সাংবাদিক মক চই লিন একই ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে কারাদণ্ডাদেশ পান। পরে আন্তর্জাতিক চাপের মুখে তারা মুক্তি পান।
যুগান্তর
প্রতিনিধি