সানফ্লাওয়ার যুব সংঘের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার রাতে রায়নগরস্থ এলাকায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সানফ্লাওয়ার যুব সংঘের উপদেষ্টা মকুল দেবের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমদ রুবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সানফ্লাওয়ার যুব সংঘের সভাপতি নকুল দেব, যাদুশিল্পী নজরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সজল তালুকদার, ক্রীস্টাল ড্যান্স একাডেমীর প্রধান প্রশিক্ষক এমডি আনোয়ার, প্রচার সম্পাদক বিমান দাস, রপন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হৃদয় ইসলাম আরাফাত, শাওন আহমদ, আজমল আহমদ, কয়েস আহমদ, নিতেশ দাস প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক