Home » ড্রাইভিং লাইসেন্স নবায়ন করলেন ৯৭ বছর বয়সী বৃদ্ধ!

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করলেন ৯৭ বছর বয়সী বৃদ্ধ!

বয়স একশ’ হতে বাকি ৩ বছর। এ বয়সে দুবাই শহরে দিব্যি গাড়ি চালান তিনি।

ভারতীয় বংশোদ্ভূত এই অশীতিপর ব্যক্তির নাম তেহেমতেন হোমি ধুঞ্জিবয় মেহতা।

সম্প্রতি তিনি তার ড্রাইভিং লাইসেন্স আগামী চার বছরের জন্য নবায়ন করেছেন।

২০২৩ সালের অক্টোবর পর্যন্ত তার লাইসেন্সটির বৈধতা দিয়েছে দুবাই প্রশাসন।

১৯৮০ সালে তিনি দুবাইয়ে চলে আসেন মেহতা। ২০০২ সাল পর্যন্ত একটি পাঁচতারকা হোটেলে হিসাবরক্ষণের কাজ করেন।

সেখানের নথিপত্র ঘেটেই জানা যায়, ১৯২২ সালে ভারতে জন্ম তার। অর্থাৎ ৮০ বছর বয়সী হিসাবরক্ষক! স্বাভাবিক নিয়মেই তাকে চাকরি থেকে পদত্যাগ করতে হয়।

এরপরই তিনি দুবাইতে গাড়ি চালানো শুরু করেন। পরে অবশ্য তাও ছেড়ে দেন।

মেহতাকে দেখে বোঝার উপায় নেই যে শতায়ু হতে চলেছেন।

বর্তমানে গণপরিবহণে ও পায়ে হেঁটেই চলাফেরা করেন মেহতা।

দীর্ঘায়ু হওয়ার বিষয়ে মেহতা বলেন, ধুমপান বা অ্যালকোহল কোনোটিতেই আশক্ত নন তিনি। দৈনিক চার ঘন্টা হাঁটাহাঁটি করেন।

তার বেশিরভাগ বন্ধুরাই অনেকদিন আগে মারা গেছেন জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যে এক বোন ছাড়া আমার আর কেউ নেই। বিয়েও করিনি। লন্ডনে আমার ভালো লাগে না। দুবাই খুব সুন্দর।

২০২২ সালে তেহেমতেন হোমি ধুঞ্জিবয় মেহতা সম্ভবত প্রথম শতায়ু মানুষ হিসেবে গাড়ি চালানোর রেকর্ড গড়বেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *