সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ঢালিউডে রোমান্টিক ঘরানার ছবিতে নায়িকা হিসেবে অপ্রতিদ্বন্দ্বী তিনি। একজন নিউজ প্রেজেন্টার থেকে সিনেমায় এসে অল্প সময়েই পাকাপোক্ত আসন করে নিয়েছেন এ নায়িকা। নিজ গুণেই বুবলী এতদূর এসেছেন।
আবেদনময়ী চেহারা, চাঞ্চল্য, দারুণ অভিনয় গুণ, গ্ল্যামার- কী নেই এই সুদর্শনীর। প্রেমের ছবিতে বুবলীর জুটি মেলা ভার।
বুবলী যে কয়টি ছবি করেছেন তার প্রায় সব কটি প্রেমের গল্পের। রোমান্টিক ছবির এ নায়িকার কাছে জানতে চাওয়া হয়েছিল ভালোবাসা দিবস নিয়ে তার পরিকল্পনা, প্রেম ও প্রেমিক নিয়ে।
জবাবে বুবলী জানান, তার কাছে প্রতিদিনই ভালোবাসার। তবে ভালোবাসার জন্য একটি দিনকে বিশেষভাবে পালন করা হয়, এটি ইতিবাচক। দিনটিতে বিশেষ কোনো পরিকল্পনা তার নেই। অন্যান্য দিনের মতোই কাটবে।
আদর্শ প্রেমিকের গুণ সম্পর্কে বুবলী বলেন, দেখুন- আমি বিনোদন অঙ্গনে কাজ করি। তার ওপর আমি নিজেও কিন্তু একটু অন্তর্মুখী স্বভাবের। যে মানুষটা আমাকে অযথা সন্দেহ না করে একটু বোঝার চেষ্টা করবে, সে-ই হবে আমার পারফেক্ট মানুষ।
প্রতিনিধি