অবশেষে জয়ের দেখা পেল জুভেন্টাস। সমর্থকদের মন ভেজালো সিআর সেভেনের দল।
রোববার সাসসুওলোর মাঠে ৩-০ গোলে দাপুটে জয় পেল তারা।
এর আগে ইতালিয়ান কাপে হেরেছিল দলটি। সিরি‘এ’তেও ড্র নিয়ে সান্ত্বনা পেতে হয়েছিল সমর্থকদের।
অবশেষে ফিওরেন্তিনার মাঠে নাপোলির বিপক্ষে ঝলসে ওঠেন এই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে দলটি।
২৩ মিনিটে সামি খেদিরা প্রথম গোলটি করেন। এ গোলে ১-০ তে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
মিরালেম পিজানিচের কর্নার কিককে নাপোলির খালি জালে গোলে পরিণত করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
এ গোলের পর ১৮টি গোল নিয়ে লিগের শীর্ষ গোলদাতার আসনটি তার হলো।
৮৬ মিনিটে কোনাকুনি নিচু শটে ব্যবধান ৩-০ করেন এমরে ক্যান।
২৩ ম্যাচ খেলে লিগ টেবিলের শীর্ষে অবস্থান জুভেন্টাসের। তাদের পয়েন্ট ৬৩।
দ্বিতীয় দল হিসেবে নাপোলির পয়েন্ট ৫২।
প্রতিনিধি