Home » বিশ্ব ইজতেমার কারণে তিনদিনের পরীক্ষা পেছাল

বিশ্ব ইজতেমার কারণে তিনদিনের পরীক্ষা পেছাল

বিশ্ব ইজতেমার কারণে ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৬, ২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৯ শুরু হয়েছে।

এবার সারা দেশে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

তাদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ পরীক্ষার্থী রয়েছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন নিয়মিত। বাকিদের কেউ গত বছর এক বিষয়ে, কেউবা দুই ও ততোধিক বিষয়ে ফেল করেছিল।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। এর মধ্যে ছাত্রী ৫৬ হাজার ২০৫ জন। বাকি ৪৭ হাজার ২২৯ জন ছাত্র। এবার বিজ্ঞানে পরীক্ষার্থী বেড়েছে।

এ বছর ৫ লাখ ৪১ হাজার ৩৫৩ জন বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। গত বছর বিজ্ঞানে পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৩ হাজার ৬২৭ জন।

৩ হাজার ৪৯৭ কেন্দ্রে হচ্ছে এ পরীক্ষা। ২৮ হাজার ৬৮২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *