Home » লালমনিরহাটে আওয়ামীলীগের দুই গ্রুপে সংর্ঘসে আহত ১০

লালমনিরহাটে আওয়ামীলীগের দুই গ্রুপে সংর্ঘসে আহত ১০

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে রফিকুল আলমকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেয়ায় রফিকুল আলমের সমর্থকদের উপর হামলা চালিয়েছে ইমরুল কায়েস ফারুকের লোকজন। এ ঘটনায় ১০ জন নেতা কর্মী আহত হয়েছেন ।

রোববার দুপুরের আদিতমারী উপজেলার গ্রামীণ ব্যাংক সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে এর সামনে এ ঘটনা ঘটেছে। এসময় তারা কমপে ১০টি মোটর সাইকেল ভাংচুর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

51003422_800619076939749_7031072488180154368_n

জানা গেছে,আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাপ্টিবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল আলমকে দলীয় মনোনয়ন দেন আওয়ামীলীগ। আর আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর ভাতিজা ইমরুল কায়েস ফারুককে দলীয় মনোনয়ন না দেয়ায় প্তি হয়ে উঠেন ফারুকের সমর্থনকারীরা।

এদিকে আজ রোববার ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে রংপুর হয়ে কাকিনা মহিপুর ব্রীজ দিয়ে সড়ক পথে আদিতমারী আসবেন রফিকুল আলম। তাকে স্বাগত জানাতে আদিতমারী থেকে প্রায় শতাধিক মোটর সাইকেল বহর কাকিনা যাওয়ার পথে আদিতমারী আওয়ামীলীগ পার্টি অফিসের অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতের লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো
হয়েছে।

আওয়ামীলীগের প্রার্থী রফিকুল আলম বলেন, নেতা কর্মীরা আমাকে নিতে মহিপুর যাওয়া পথে তারা হামলা চালায় । এতে আমার ১০ জন কর্মী আহত হন।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *