সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট পৌর সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার বেলা আড়াইটার দিকে পূর্ব বাজারে এ ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, পূর্ব বাজারস্থ ডাকবাংলো সংলগ্ন একটি টিনসেডের মার্কেটে ধোয়া দেখতে পান ব্যবসায়ীরা। মূর্হুতের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘণ্টাখানেক চেষ্ঠার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রনে আনেন। তখন বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছান। কানাইঘাট উপজেলা সদরে কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডে এমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে তাদের আসতে দেরি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, পৌর মেয়র নিজাম উদ্দিনসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা। তারা ক্ষতিগ্রস্তদের শান্তনা প্রদান করেন।
এ সময় ব্যবসায়ীরা প্রতি বছর কানাইঘাট বাজার সহ অন্যান্য হাট-বাজার ও গ্রামগঞ্জে অগ্নিকান্ডে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা নির্বাহী কর্মকর্তার কাছে তোলে ধরে কানাইঘাটে দ্রুত ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের জোর দাবী জানান।
প্রসঙ্গত, কানাইঘাটে ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য জায়গা বছর খানেক পূর্বে অধিগ্রহন করা হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারনে কাজ এখনো শুরু হয়নি।
প্রতিনিধি