নগদ অর্থ সহায়তা পাওয়ার আশায় অন্তত এক লাখ পাকিস্তানি নিজেদের নাম আফগান শরণার্থীর তালিকায় লিখিয়েছেন।
দেশটির জাতীয় তথ্যভাণ্ডার ও নিবন্ধন কর্তৃপক্ষের (নাদরা) বরাতে ইংরেজি দৈনিক ডন এ তথ্য জানিয়েছে।
স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসনের বিনিময়ে প্রতিজন আফগান শরণার্থীকে চারশ ডলার দিচ্ছে জাতিসংঘের
শরণার্থী সংস্থা।
নাদরা চেয়ারম্যান উসমান মোবিন বলেন, যখন তারা কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেনটিটি কার্ডস (সিএনআইসি) নিতে এসেছেন, তখন নাদরার সিস্টেমের তাদের ভুয়া পরিচয় ধরা পড়েছে।
সিনেটে ব্রিফিংকালে নাদরা চেয়ারম্যান বলেন, স্বেচ্ছা প্রত্যাবাসন প্রকল্পের অধীনে অন্তত ১০ লাখ আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হবে। নিজ দেশে ফিরতে ইচ্ছুক প্রতিটি আফগানকে আর্থিক সহায়তা দেয়া হবে।
উসমান মুবিন বলেন, প্রায় ২৪ লাখ নিবন্ধিত আফগান শরণার্থী পাকিস্তানে অবস্থান করছে। এছাড়াও অনিবন্ধিত ১৫ লাখ আফগান নাগরিকও রয়েছেন দেশটিতে।
সিনেটর মালিক বলেন, আফগান শরণার্থী ও পাকিস্তানিদের মধ্যে ফারাক তৈরি করতে একটা পরিচ্ছন্নতা আনা দরকার নাদরার।
প্রতিনিধি