সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াংকা চোপড়ার মতো তৈরি করা হলো তার মোমের মূর্তি। এর আগে বলিউডের অনেক তারকার মূর্তি এখানে স্থান পেয়েছে। নিউ ইয়র্কের মাদাম তুসো যাদুঘরে রাখা হয়েছে মোমের প্রিয়াংকাকে।
সম্প্রতি নিজেই মোমের প্রতিকৃতি নিজেই উদ্বোধন করেছেন প্রিয়াংকা চোপড়া। ২০১৬ সালের অ্যামি অ্যাওয়ার্ডে লাল গাউন পরে লাল গালিচায় হেঁটেছিলেন প্রিয়াংকা। সেই লুকটি নেয়া হয়েছে মোমের মূর্তি তৈরিতে। মাদাম তুসোর আরো তিনটি যাদুঘর লন্ডন, সিডনি এবং এশিয়ায় শিগগিরই রাখা হবে প্রিয়াংকার আরো তিনটি মূর্তি। সম্মানজনক এই কাজের জন্য মাদাম তুসো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াংকা। নিজের মোমের মূর্তি উদ্বোধনের পর তিনি বেশকিছু ছবি তুলেছেন সেখানে।
প্রতিনিধি