রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, শিগগিরই পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা এবং আগামী ৫ বছরের মধ্যে বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালু করা হবে।
শুক্রবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ আয়োজিত এক সংবর্ধনা ও পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, দেশের রেলপথ উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল, ভুটান এবং ভারতের মধ্যে রেল যোগাযোগ সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন। অনুষ্ঠানে পুলিশের রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মজিদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বক্তব্য রাখেন।
যুগান্তর
প্রতিনিধি