Home » বিপিএল ফাইনাল আজ, জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের

বিপিএল ফাইনাল আজ, জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের

দারুণ এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে ইমরুল।

২০১৫ সালে কুমিল্লার হয়ে বিপিএলের শিরোপা স্বাদ পেলেও অধিনায়ক হিসেবে আগে কখনই শিরোপা ছোঁয়া হয়নি এ বাঁহাতি ওপেনারের।

আজ সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল।

মুখোমুখি সাবেক দুই বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

শিরোপার হাতছানিতে ঢাকা ডায়নামাইটসেরও। এর আগে চারবার ফাইনালে উঠেছিল দলটি। টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলা হচ্ছে ডায়নামাইটদের।

এবার ডায়নামাইটসের কাণ্ডারি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কায়রন পোলার্ড, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, উপুল থারাঙ্গার মতো তারকায় ঠাসা ঢাকা ডায়নামাইট।

তবে সবাইকে ছাড়িয়ে বিপক্ষ দলকে গুঁড়িয়ে দিচ্ছেন পেসার রুবেল হোসেন।

অন্যদিকে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

লিগ পর্বে দুবার কুমিল্লার কাছে পরাজিত হলেও ফাইনাল ম্যাচে ছাড় দিয়ে কথা বলবেন না ডায়নামাইটসরা।

অন্য আর দশটি ম্যাচের মতোই ফাইনালেও নির্ভার থেকে উপভোগ করতে চান বলে জানিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব।

অন্যদিকে ইমরুল কায়েসের নেতৃত্বে আসরজুড়েই লাইমলাইটে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস।

লিগ পর্বের ১২ ম্যাচের আটটিতে জয় রয়েছে তাদের।

আজকের ম্যাচে জ্বলে উঠতে পারেন শহীদ আফ্রিদি ও থিসেরা পেরেরা।

দলে নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবালের ব্যাটের ওপর ভর করেও আসতে পারে বড় সংগ্রহ।

এভিন লুইস, ওয়াহাব রিয়াজের বলিং তোপেও থমকে যেতে পারে ঢাকার রানের চাকা।

কে জিতবে আজ সোশ্যাল মিডিয়ায় চলছে বেশ আলোচনা। সে ক্ষেত্রে ইমরুল কায়েসকে এড়িয়ে রাখছেন অনেকে।

এবারের আসরে লিগ পর্বে দুবার ঢাকাকে হারিয়েছে তারা। ফাইনালে মাসসিকভাবে অনেকটা এগিয়েই থাকবে ইমরুলের কুমিল্লা।

অধিনায়ক ইমরুল বলেন, ‘স্নায়ু ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যারা মাথা ঠাণ্ডা রেখে খেলতে পারবে তাদেরই সুযোগটা বেশি থাকবে। উত্তেজিত হলে সাফল্যের সম্ভাবনা কমে আসে। মাঠে সব কিছু ঠিকঠাক করতে পারলে আমাদের ভালো সুযোগ থাকবে।’

তবে ফাইনালে উঠে শিরোপা মোটেই হাতছাড়া হতে দিতে রাজি নয় সাকিব বাহিনী।

কোনোরকম চাপ না নিয়ে ফাইনালকে উপভোগ করে খেলার কথাই জানালেন সাকিব।

মুকুট যার মাথায় চড়ুক ফাইনাল ম্যাচে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *