বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে মৌলভীবাজার শহর শাখা।
বুধবার ৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় শহরের কুসুমবাগ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার পয়েন্টে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল মুমিত। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি কামরুল ইসলাম, শহর সেক্রেটারী মিছবাউল হাসান প্রমুখ।