Home » ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২

বুধবার ঘটনাটি ঘটেছে বলে ইস্তাম্বুলের গভর্নর দপ্তর জানিয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইস্তাম্বুলের এশীয় অংশের কারতাল এলাকার ভবনটি কেন ধসে পড়ল তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

জরুরি বিভাগের দলগুলো অন্তত তিন জনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভিতর থেকে বের করে এনেছে। ঘটনাস্থলে প্রচুর লোক ভিড় করেছে এবং সেদিকে যাওয়ার পথটি গাড়ি ও মানুষের কারণে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।  

ঘটনাস্থলে নগরীটির মেয়র আলী ইয়ারলিকায়া গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ভবনটির ১৪টি অ্যাপার্টমেন্টের ঠিকানায় ৪৩ জন বাসিন্দার নাম নিবন্ধন করা ছিল, কিন্তু ভবনটির উপরের তিনটি তলা অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

ভবনটির নিচের তলায় অনুমোদনহীন একটি সেলাই কারখানা ছিল বলেও জানিয়েছেন তিনি।  

তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) চেয়ারম্যান।

প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান ঘটনাস্থলে স্বরাষ্ট্র ও পরিবেশমন্ত্রীকে পাঠিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *