Home » সংস্কৃতি অঙ্গনে একুশে পদক পাচ্ছেন যারা

সংস্কৃতি অঙ্গনে একুশে পদক পাচ্ছেন যারা

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে চলতি বছর একুশে পদক দেয়া হচ্ছে। গতকাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পদকপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। এবার শিল্পকলা সংগীত বিভাগে সুবীর নন্দী, মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল এবং শিল্পকলা অভিনয় বিভাগে লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী একুশে পদক পাচ্ছেন।

একুশে পদক পাওয়ার বিষয়টি জেনে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি সংবাদটি জেনেছি। রাষ্ট্রীয় এমন একটি সম্মানের খবরে আমি আনন্দিত। এই সম্মানে দেশের প্রতি ও কাজের প্রতি আমার আরো বেশি দায়িত্ব বেড়ে গেল। লাকী ইনাম বলেন, রাষ্ট্রীয় সম্মান যে কারো জন্য অনেক বড় পাওয়া। এমন সম্মান আমাকে দেয়া হচ্ছে জেনে আমি আনন্দিত।

আগামী ২০শে ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে একুশে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *