জার্মান কাপে মঙ্গলবার ৬ গোলের থ্রিলার শেষে হৃদয় ভাঙে শিরোপা প্রত্যাশী বরুশিয়া ডর্টমুন্ডের। এদিন আসরের শেষ ষোলো রাউন্ডে ভারদার ব্রেমেনের কাছে টাইব্রেকারে হার দেখে চলতি জার্মান বুন্দেসলিগার শীর্ষ দল বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। তবে অতিরিক্ত ৩০ মিনিটে আরো চার গোল উপভোগ করেন দর্শকরা। ৮০০০০ দর্শকে ঠাসা নিজ মাঠে ম্যাচের ১১৯তম মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে সমর্থকদের উল্লসিত রেখেছিল বরুশিয়া ডর্টমুন্ড। ১১৩তম মিনিটে গোল নিয়ে সমর্থকদের আনন্দে ভাসান রিয়াল মাদ্রিদ থেকে ধারে ডর্টমুন্ডে যোগ দেয়া মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। তবে ম্যাচের শেষ মিনিটে সমতাসূচক গোল আদায় করেন ব্রেমেনের জার্মান তারকা মার্টিন হারনিক। খেলা গড়ায় টাইব্রেকারে।
আর স্পট কিকে ২০১৬-১৭’র চ্যাম্পিয়নদের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে ভারদার ব্রেমেন। ডর্টমুন্ডের ওয়েস্টফলেনস্টাডিওন মাঠে টাইব্রেকারে নিজেদের শুরুর দুই কিক থেকে গোল আদায় করতে ব্যর্থ হন স্বাগতিক দলের স্প্যানিয়ার্ড স্ট্রাইকার পাকো আলকাসার ও জার্মান তারকা ম্যাক্স ফিলিপ। এবারের বুন্দেসলিগায় ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে বরুশিয়া মুনচেনগ্লাডবাখ ও বায়ার্ন মিউনিখের সংগ্রহ ৪২ পয়েন্ট।
প্রতিনিধি