ক্রিস গেইলের ঘুম আর ভাঙল না। তার দিকে তাকিয়ে থাকা রংপুর রাইডার্সও পারল না বিপিএলের শেষ অঙ্কে পা রাখতে। ফাইনালে ওঠার দু’দুটি সুযোগ পেয়েও প্লে-অফেই থেমে গেল গতবারের চ্যাম্পিয়নদের বিপিএল যাত্রা। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে আট উইকেটে হারার পর বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার নামের অলিখিত সেমিফাইনালেও মুখ থুবড়ে পড়ল রংপুর।
মাশরাফি মুর্তজার দলকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। শেষ দল হিসেবে খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ চারে ওঠা ঢাকা প্লে-অফ পর্বে টানা দুই ম্যাচ জিতে বাজিমাত করল। শুক্রবার বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কাল রুবেল হোসেনের দারুণ বোলিংয়ে রংপুরকে ১৪২ রানে গুটিয়ে দেয়ার পর আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে ২০ বল বাকি থাকতেই জয়ের ঠিকানায় পৌঁছে যায়। ৯৭ রানে ঢাকার পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল রংপুর। কিন্তু রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুতই মুছে যায় সব অনিশ্চয়তা। ১৯ বলে পাঁচ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন রাসেল। এছাড়া রনি তালুকদার ২৪ বলে ৩৫ ও অধিনায়ক সাকিব ২০ বলে করেন ২৩ রান। রংপুরের পক্ষে ৩২ রানে দুই উইকেট নেন অধিনায়ক মাশরাফি।
এরআগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল রংপুর। প্রথম দুই ওভারে সতর্ক ব্যাটিংয়ের পর তৃতীয় ওভারে আন্দ্রে রাসেলকে দুটি ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার আভাস দিয়েছিলেন ক্রিস গেইল। শুভাগত হোমের করা চতুর্থ ওভারে টানা তিনটি ছক্কা মারেন আরেক ওপেনার নাদিফ চৌধুরী। ২৩ বলে ৪২ রান তুলে ফেলা রংপুরের বিপর্যয়ের শুরু সেখান থেকেই। হ্যাটট্রিক ছক্কার পরই আসে হ্যাটট্রিক উইকেট। ১২ বলে ২৭ রান করে চতুর্থ ওভারের শেষ বলে আরেকটি ছক্কার চেষ্টায় আউট হন নাদিফ।
পরের ওভারের প্রথম দুই বলে গেইল ও রাইলি রুশোকে ফিরিয়ে দেন রুবেল হোসেন। দু’জনই আউট হয়েছেন বাজে শট খেলে। ১৩ বলে ১৫ রান করা গেইলের চেয়ে রুশোর শূন্য রানে ফেরাটা ছিল রংপুরের জন্য বড় ধাক্কা। এবারের বিপিএলে আগের ১৩ ম্যাচে সর্বোচ্চ ৫৫৮ রান এসেছে এ দক্ষিণ আফ্রিকানের ব্যাট থেকে।
টানা তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটিতে ধাক্কাটা সামাল দেন মোহাম্মদ মিঠুন ও রবি বোপারা। ২৭ বলে ৩৮ রান করে মিঠুনের বিদায়ের পর বোপারা একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই ১৪২ রানে গুটিয়ে যায় রংপুর। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৩ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন বোপারা। ২৩ রানে চার উইকেট নিয়ে ঢাকার সফলতম বোলার রুবেল। এছাড়া আন্দ্রে রাসেল ও কাজী অনিক নেন দুটি করে উইকেট।
প্রতিনিধি