গত পাঁচ অর্থবছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ ২৮ হাজার ৫৫৫ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের ৪৫টি দেশ এই বিনিয়োগ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ চীনের। সরকারি দলের ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে আজ বুধবার জাতীয় সংসদকে এই তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
উল্লেখযোগ্য বিনিয়োগকারী দেশগুলো হলো— চীন ৮ হাজার ১০৭ দশমিক ৩৩ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত ৭ হাজার ৮৩৬ দশমিক ২৯ মিলিয়ন, সিঙ্গাপুর ২ হাজার ২৬১ দশমিক ৭৬ মিলিয়ন, সৌদি আরব ২ হাজার ৪৬১ দশমিক ৯৮ মিলিয়ন, নেদারল্যান্ডস ১ হাজার ৭৭৪ দশমিক ৬৪ মিলিয়ন, যুক্তরাজ্য ১ হাজার ৯৬২ দশমিক ৫৩ মিলিয়ন, যুক্তরাষ্ট্র ১ হাজার ২১৯ দশমিক ১৯ মিলিয়ন এবং ভারত ৯৭৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করছে। নতুন নতুন দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত চুক্তি সই হচ্ছে। ২০২৩ সালের মধ্যে বার্ষিক প্রবৃদ্ধির হার শতকরা ১০ ভাগে উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
মীর মোস্তাক আহমেদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার বিষয়ে তিনি আশাবাদী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানের বহিঃসমর্পণ ত্বরান্বিত করতে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে।
ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারের জন্য জনবল বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন। ইতিমধ্যে গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করে আগামী ৫ বছরে পুলিশের জনবল পর্যায়ক্রমে আরও ৫০ হাজার বাড়ানোর বিষয়ে মত দিয়েছেন।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দীদের আত্মীয়স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলার পাইলট প্রকল্প টাঙ্গাইলের জেলা কারাগারে চালু করা হয়েছে। টেলিফোনে কথা বলার সুযোগ দেশের অন্যান্য কারাগারে চালুর জন্য কারাগারগুলোতে প্রিজন লিংক স্থাপন শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কারাবন্দীদের কথোপকথন নীতিমালার ভিত্তিতে মনিটরিং করা হবে, রেকর্ড করা হবে। তবে জঙ্গি, টপটেরর ও বিভিন্ন আলোচিত মামলার বন্দীদের এই সুবিধার বাইরে রাখা হবে।
সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০১৮ সালে ১ লাখ ২০ হাজার ৯১৭টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় ১ লখ ৬২ হাজার ৮৭৬ জনকে আসামি করা হয়েছে। ৬ কোটি ৯১ লাখ ২৯ হাজার ৩২৮টি ইয়াবা, ৪৪৯ কেজি হেরোইন, ৬০ হাজার ৩৪২ কেজি গাঁজা এবং ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি