সুনামগঞ্জের ধর্মপাশার সুমেশ্বরী নদীতে মালবাহী বাল্কহেডডুবির (বড় স্টিলবডি নৌকা) ঘটনায় আটকেপড়া সেই নৌ শ্রমিক মাসুক মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ধর্মপাশা নৌপথে মোহনা সানবাড়ির সন্নিকটে নদী থেকে নৌশ্রমিক মাসুকের লাশ উদ্ধার করা হয়।
মাসুক জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারসিপুর গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।
গত সোমবার গভীর রাতে ওই ইউনিয়নের সানবাড়ি বাজারসংলগ্ন সুমেশ্বরী নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার শ্রীপুর এলাকা থেকে একটি বাল্কহেড নৌকা সানবাড়ি বাজারের সন্নিকটে সুমেশ্বরী নদীতে সোমবার মধ্যরাতে পৌঁছার পর নোঙর করে রাখা হয়।
নৌকায় ধর্মপাশা উপজেলার বানারসিপুর গ্রামের মাসুক মিয়া ও তাহিরপুর উপজেলার চিকশা গ্রামের তৌফিক আলম রাতযাপন করেন। রাত আড়াইটার দিকে নৌকাটি ডুবে যায়।
ওই সময় শ্রমিক তৌফিক আলম নৌকা থেকে বের হতে পারলেও মাসুক নৌকার ভেতরে আটকা পড়েন।
পরে নৌকার ভেতর থেকে মাসুকের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় ডুবুরি দল ও এলাকাবাসী।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বুধবার যুগান্তরকে জানান, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি