‘মধ্যরাত। একটি ট্রেন এসে দাঁড়ালো কমলাপুর স্টেশনে। সেই ট্রেনের যাত্রী আমি। আমার জন্য স্টেশনে অপেক্ষা করার কথা একজনের। তবে নেমে দেখি তিনি স্টেশনে নেই। ঢাকায় প্রথমবার এসে এমন বিচিত্র অভিজ্ঞতা হবে বুঝিনি আমি। সারা রাত ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মধ্যে একপর্যায়ে ছিনতাইকারীদের হাতে পড়ে ব্যাগ-মোবাইল সব হারিয়ে ফেলি আমি। ঢাকায় নতুন আসা একটি নতুন মেয়ে আমি।নতুন এই শহরে একের পর এক নানান বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকি আমি’- কথাগুলো বলছিলেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী।
আসছে ১৫ই ফেব্রুয়ারি তার অভিনীত নতুন ছবি ‘রাত্রির যাত্রী’ মুক্তি পেতে যাচ্ছে। এ ছবির কাহিনীতে এমনই একটি চরিত্রে দর্শকরা বড় পর্দায় তাকে দেখতে পাবেন। নতুন এই বছরে দর্শকদের জন্য প্রথম ছবি এটি তার। ছবিতে তার চরিত্রের নাম ময়না। এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। ছবিতে মৌসুমীর নায়ক হিসেবে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনকে দেখা যাবে। মৌসুমী ছবিটি নিয়ে আরো জানান, ‘রাত্রির যাত্রী’ ছবির গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। অন্যরকম একটা গল্প। আমার বিশ্বাস, পরিচালকের স্বপ্নের এই চরিত্রে ভালোভাবে অভিনয় করতে পেরেছি। এ ছবিটি একটি ভালো গল্পের ছবি হিসেবে দর্শকদের সামনে আসছে- এমন নিশ্চয়তা আমি দিতে পারি। ‘রাত্রির যাত্রী’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, শহিদুল আলম সাচ্চু, সম্রাট, নায়লা নাঈম, আনন জামান, সোনিয়া হোসেন, তানিয়া ইসলাম রিতু, প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

প্রতিনিধি