জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, জকিগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন বলেছেন- শিক্ষার আলো শুধু নিজেদের জন্য নয় বরং তা সবার মাঝে ছড়িয়ে দেয়ার মধ্য দিয়েই পূর্ণতা আসে।মেধাবী ছাত্র ছাত্রীরা এলাকার গর্ব। কিন্তু জীবনের প্রতিটি অধ্যায়ে এ সব শিক্ষার্থী বিভিন্ন ধরনের অবহেলা আর লাঞ্চনার শিকার হয়। পর্যাপ্ত সুযোগ থাকার পরও আমাদের সচেতনতার অভাবে শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়।
মঙ্গলবার সকাল এগারোটার সময় মহিদপুর দিঘীরপার জামে মসজিদ সংলগ্ন মাঠে মহিদ পুর দিঘীর পার প্রবাসী বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্থার সভাপতি হাফিজ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে মাও. ইসলাম উদ্দিন ও সংস্থার সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল হালিমের যৌথ পরিচালনায় শুরু হয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ সভাপতি মাও. আবুল হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহবাগ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, বারহাল ইউ/পি ৯নং ওয়ার্ড সদস্য, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুমন আহমদ চৌধুরী, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, শাহবাগ মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাও. কমর উদ্দিন, বারহাল ইউনিয়ন খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাও. সুহাইল আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন- দিঘীর পার জামে মসজিদের ইমাম, মাও. ইসলাম উদ্দিন, লোয়াই মিয়া, লতাই মিয়া, আমান উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়নাল আবদীন, বেলাল আহমদ, সুনাম উদ্দিন, জয়নুল হক, হেলাল আহমদ, বিলাল আহমদ প্রমুখ।
নির্বাহী সম্পাদক